হে নক্ষত্রনারী !
অন্তহীন চুম্বন এঁকেছো দু'খানি গভীর চোখে
ঈশ্বরী অধরে রেখেছ তেজপাতা প্রতীক্ষা
মেঘচুলে শতাব্দী-শ্রেষ্ঠ বিলাসী ইশারা
শাড়ীর ভাঁজে ভাঁজে ফিস্ ফিস্ গল্পকথার বেহায়াপনা ।
সিন্ধুনারীর কটিদেশ তবু ডুকরে কাঁদে -
অন্তহীন প্রত্যাশায় নাভিমূলে বিন্দু বিন্দু স্বেদ উল্লাসরত !
পর্যটনভূমি উপাস্য দেবতাকে
বিঘত জমির মানসিক-এ হৃদয় পোড়ায়
জরায়ু যাত্রার শীৎকারে শুচিতা ভাঙে গড়ে পুনশ্চ পুনরায়।