রোজ রোজ খুলে ফেলি পাগলের খাতা
দীঘির নীরবতা ঝিনুকে কুড়াই
মাঝরাতে পরিপাটি রাই
অস্ফুটে ডাকি - 'এইবেলা আয় '
দূরে দূরে ধোঁয়া ধোঁয়া ঝাপটায় বর্ণমালারা
মোম মোম খেলা গুলি এখনও কি আর খেলা যায় !
একদিন রংধনু ... বাঁচতে ... বাঁচতে ...
সপ্তমপর্বে চিনেছিল লগ্নদোষ
তারপর বৃষ্টি এলে সারাদিন দশম প্রবাস
কিম্বা বড়জোর স্বপ্নভেজার আপোস।