সোহাগ এসেছে বলে সুরভিত রাত
বেহিসাবি ভুলে লেগে আছে মধুময়
পরিযায়ী রাতে নামা চেনা অজুহাত
আধফোঁটা ছুঁয়ে থাকে বিগত সময় ।
ভাবনা চোঁয়ায় কড়িকাঠে ভুঁইফোঁড়
খরস্রোতা নদীজল উপচায় বাঁধ
আলাপী আঙুলে রাতজাগে নেশাখোর
খেয়ালি সময়চাকা অভূত প্রবাদ ।
মননে বিষুবরেখা মরশুমি হাসে
ভিজে যায় অকথিত যত ভাঙচুর
ঝাপসা জানালা কাঁচে বাসনা ফ্যাকাসে
নাবাল ভূমিতে বাজে আগমনি সুর ।
পাপোশে -তে পড়ে প্রেম নিভৃত যাপন
মাঝ বিছানায় দেখি অবেলা শ্রাবণ।