মুহূর্ত কে সঙ্গ দাও
মুহূর্ত কে বলো ভালোবাসি
মিনিট, ঘণ্টা দল বদলে এলে
মুহূর্তরা ইতিহাসে কবেকার সেই কাশীবাসী।
প্রাণপনে ঘ্রাণ চেয়ে
যখনই বলেছি ছুঁয়ে দাও
মাথা নেড়ে চলে গেছো দূরে
ফিরে এসে কিছু পরে আঙুল বাড়াও।
আজ কেন পেছনে ফেরা?
কি হবে খুঁজে চালচুলো?
সময় গিয়েছে সরে নিজের মতো
জলে ফেলা নুড়িটির মুছেছে ধূলো।
দরজার একপাশে দাঁড়িয়েছো দেখি,
পারো যদি ধীর পায়ে এসো
সময়কে সাময়িক সাম্পান দাও
প্রতি রোমকূপে ঘামে ঘাম হয়ে মেশো।