আজ আর কিছু নেই জানো!
আর কোনো বইএর পাতায়
জন্ম নেবার ছলে সবুজ আশায়
তোমার হৃদয়ে বৃথা পালিত হলাম।
কাকে দোষ দেবে বলো? এছাড়া কি সম্ভব হতো?
আমিও তো বলয়ের পরাধীন গ্রহ
বিগ্রহ ঘুমিয়েছে প্রাচীন মুদ্রার তলপেটে
রাতদিন ছায়া খুলে যে তুমি বন্দরের বাজিকর
গোলাপ খুঁজেছো খালি বুনো ফুল ছেঁটে
আজ আর কিছু নেই জানো!
বড়োই চ্যাটচ্যাটে শুকনো আঙুলে
শুকনো ফুলের ভাঁজ খুলে
ছোটোমোটো পোকাদের ঘর আমার বাসর।
না না না বলেছি চিল- চিৎকারে
শোননি যখন
একটু আকাশ খসে ঝুপ্ করে মাটি
আমাদের ইতিবৃত্ত এখানেই চুপ্ চিরন্তন।