চলা তো শুধুই কুড়িয়ে নিতে নুড়ি
আলোটাও থাকে আঁধারেই সম্পৃত
সেই আলোতে যেই রেখেছি স্তব
শাখা - পল্লব ফুলে ফুলে কুসুমিত ।
সঘন কথা শুনেছিল লতাফুল
বুঝেছি তখন স্পর্শবাসনা ভীতু
বলে যায় ভোর নিবিড় আলোর সাজে
রৌদ্রের রঙ পাল্টেছে মধু ঋতু
সময় তবুও যা-হবার-নয় ভাবে
যত দোষ আজ নন্দ ঘোষের নয়
চারুলতা জানে জীবনের মানে সন্ধি
চোখের বালিতে অশ্রুর অপচয় ।
চলেছি দিন চলেছি রাত এঁকে
হাত ফস্কে বেরিয়ে গেছে বয়স
চেনা মুখের কপট সমারোহে
রোদ্দুর সেঁকে ইভ -আদমের দোষ ।
কবেই আমি ছেড়ে গেছি ঘরবাড়ি
এখন অযথা ধ্বনিকে ডাকিনা আর
যেদিন প্রথম পেরিয়ে এলাম সাঁকো
 খুঁটিনাটি যত প্রণামে রেখেছি তোমার ।
আমি মনে মনে একথা ভালোই জানি
পরিচয় আজও সত্যের প্রসাধনে
ক্রমাগত ক্ষয় তোমায় সুচিতে নাই
তবু অগস্ত্য হেঁটে যাই অকারণে।