ইচ্ছে ছিলো নদী হবো
পাহাড় গুলোর জন্য
কিন্তু নদী হতেই বুকে
জাহাজভরা পণ্য
পাহাড়গুলো আর বলেনা
একটু জিরিয়ে নাও
থেকে থেকে হুকুম কেবল
বন্য কিছু দাও
দেব বলে এগিয়ে যেতেই
উথালপাথাল ঢেউ
ভিতর নদী পাড় ভেঙেছে
শুনতে কি পাও কেউ?
পাহাড়গুলো বোম্বেটে সব
জল ঢেলে দেয় ফোঁটায়
আমি বরং আস্তে ধীরে
বইবো একলা দোকা'য়।