বাঁশি তুমি আজ ভিন্ন সুরেই বাজতে পারো
কেননা তুমি ঘর হয়েছো অন্য কারো
রোজ বেজে যাও, বৃষ্টি সাজাও দুপুর -রাতে
চোখভরা জল বেহাত আবার নাহয় যাতে
অনুরাগের আবীরে রাঙাও রক্তিম দুই গাল
যেভাবে প্রতিশ্রুতির মায়ায় অনামিকার প্রবাল
আমারতো নও, তাও তুমিতে দিনটি কাটে
তুমি ছাড়া কে মেঘ জমাবে এ তল্লাটে ?
দিনের মায়া জড়ো করে গোধূলি দিগ্বিদিগ
প্রতিদিন বাঁশি খুন করে ফের বাজাও নিয়মমাফিক
একগলা জলে আদর সেরেই দর হাঁকালে
বিলাসী টবের লাল রঙ্গনে ঘর গোছালে ?
সেই থেকে তাল, সুর হারিয়ে গানের রাজা হয়নি
ফেরারী হাওয়ার ধাঁধারা সখেদে "ভালবাসি" টা কয়নি।