চেনা অভিযোগ অচেনা প্রমাণ
কাঠগড়া ঘিরে জ্বলে ফরমান
ও রঞ্জনা একটু দাঁড়া
হাসলি যদি নজরকাড়া
তুমুল একটা বৃষ্টি দে বোতাম খোলা বুকটাতে।।
বাজালি যখন বাহার মাদল
প্রেম ঢাল, হোক হাল্লাবোল
একটি কাঁটা কাহারবায়
ফুল খোঁচাবে আদুলগায়
ফুঃ দিলাম ওই সলতে তে গিঁট খুলে দে লাল ফিতে।।
তোরাও আসিস, ইচ্ছে রাখিস
নতুন করে ভিজতে পারিস
পাতায় পাতায় আঁকব ভোর
ভাঙব একলা বাঁচার ডোর
ধাপ্পা মানুষ কি তাতে শরীর ভাঙি রোজ রাতে।।
তাপ যা পুষুক ধানের তুষ
পথে ছেয়ে থাক না-মানুষ
নিয়ম আড়ে লুকোক দিন
ক্ষোভও শানাক অর্বাচীন
সরীসৃপ হই দিনান্তে রঞ্জনা তোর অজান্তে।।