সেসময় শ্যাওলারা বড়ো প্রিয় ছিল
বালি আর ব্লিচিং এও সামলানো দায়
সাতদিনে একদিন ভালোবাসাবাসি
সফেদ হৃদয় কোনে দাগ রয়ে যায়।
মাকড়েরা ঝুল নিয়ে মাথা ছুঁয়ে ফেলে
তাড়া খেলে দৌড়ায়, গর্তে লুকায়
গর্তেরও বলিহারি প্রেম, তা কি জানো?
কিছুটা সময় দিলে ফের গিলে খায়।
আমিও শলার ঝাড়ু এদিক ওদিক
নোনা খসা ইস্তক "গিলি গিলি গে"
আসলে এসবই অছিলার নামগান
ভালোবাসা কাছে পেতে চেয়ে।
চৈত্র এলেই আমি পাতা কাকিমা
দরজার ওপারটা নাক ডাকে যেই
ঝুড়ি আর ঝাঁটা সাথে ভরদুপুরে
আম, জাম, কাঁঠালের শুখা পাতাতেই
রোজকার নানা কাজে সেজেগুজে আসে
শ্যাওলা মুছিনা, শ্যাওলারা আমার বাতাসে।