দোলে কাশফুল, কবি মশগুল,
পিঠে খোলাচুল কী বিভঙ্গে!
শরত এসেছে আজি বঙ্গে।
ঢ্যাম কুড়কুড়, মিঠে রোদ্দুর,
সাথে শত্তুর নাচে রঙ্গে!
মিলনের অনুসঙ্গে।
কেউ কাঁদছে, কেঁদে মরছে,
মরে বাঁচছে যেভাবেই হোক!
দুচ্ছাই,ওরা ছোটোলোক!
কেউ হাসছে,ভালোবাসছে,
নয় ভাসছে নেচে গেয়ে ফোক!
অভিনয়গুণে প্রতারক।
মুখ মুখোশে,সুখ আপোসে,
শুয়ে ও বসে ফুঁসি পালঙ্কে
লিখি কবিতাও কষে অঙ্কে।
ভিজে বারুদে, সুখী শারদে,
প্রিয় গোঁদ টির ফোঁড়া শঙ্কে !
জ্বলি আগুনে আর আতঙ্কে।
বাজে বদনাম, মিছে শিরোনাম,
কীই বা ডান-বাম, দেখি বিকতে!
সব সাজানো ঘটনা মিথ্যে।
ওরা সতীনা, এরা সৎ না,
মতে মেলেনা চুনকালিতে!
ফুটো প্রদীপের পোড়া সলতে!!
বাঁজা তর্ক, ওটা স্বর্গ,
ভরে মর্গ প্রাণ যাই যাই!
চুপ,চোখ বুজেছে সব্বাই।
ভোরে শিউলি, রাতে চামেলি,
অহরহ চলে দালালিতে ধরতাই!
পরমোৎসবে আর কি কি চাই?