গোপনে রেখেছি তুলে স্মৃতির কোঠায়,
চাও যদি বলে দিতে পারি
বালিকা বয়সের বালক পুরুষ
জানিনা কি নামে তাকে ডাকতো পাড়ার লোক
জানার কথাও নয়, কেননা সে অসংসারী।
রোজ রাতে ঘুমাতে যাবার আগে ইচ্ছেমতো
অথবা সকালের পাশবালিসের কোলে
আমি তাকে ডাকতাম, "আসবে অশোক?"
তারপর গড়মিলে ভাঙাচোরা দিন বেশ কেটেও যেত।
ফ্রক খুলে ফ্রিল গুলো ব্লাউজের হাতে
গনগনে লতিয়ে যেতেই একটানা ঝিঁঝিঁ ডাকে কানে
হাসি হাসি মিহিন আঘাতে ওলটপালট বাজি আমি
একদিন সন্ধ্যার সহজ পোষাকে কানে এলো
গ্রাম - কদমতলা, রেপিষ্ট নিলয় সোম, ফাঁসির আসামী।