বৃষ্টি যখন বর্ষা লেখে আকাশে নয় চোখের পাতায়
সব ঋতুতেই শ্রাবণ তখন তাথৈ তাথৈ বন্যা নাচায়
ঘুম কেড়ে নেয় মুষলধারে একলা অবাধ অবাধ্যতা
হলদেটে সব স্মৃতির পাতায় আঁশটে রোদের অতীতকথা
লিখতে থাকি হুড়মুড়িয়ে অস্তগত বেরিয়ে পড়া
আমাদের সেই কাঁচপোকাটিপ,ফড়িংডানা জাপটে ধরা
কনে দেখা সেই আলোটা মেঘের পালক, অলীক আঙুল
নিদাঘ দিনে শীতলপাটির নিরাভরণ খুব চেনা ভুল
আজও তেমন সঙ্গে আছে স্নানের ঘরে চিবুকছোঁয়া
লেপ্টে আছে পড়শীবধূর থমকে থাকা পেছন চাওয়া
সেদিনের প্রেম নিষেধ পাঁচিল আমলকী গাছ দোরগোড়াতে
ফল কুড়িয়ে,নুন মাখিয়ে টাকরার টুক্ আওয়াজটাতে
চুলের ডগায় হু হু হাওয়া পারিপার্শ্বিক বর্তমানে
বিন্দু বিন্দু ব্যর্থ কথা এক লহমায় ছড়ায় মানে
খামখেয়ালী ইচ্ছেগুলো অন্য কোনো উদাস দিন
নেহাত আমার একলা থাকার সুপ্তসুখের স্বপ্নঋণ।