আবার কখন আঙুল ছেড়ে
হারিয়ে গেলাম মেলার মাঠে
বইমেলাটির আলোর ধাঁধায়
খোকা-খুকুর আঁকার পাতায়
বুকস্টল এর মিছিল মাঝে
ভেলপুরি আর পাপড়িচাটে।
এখন আমার দশ আঙুলে
দশটি জীবন লোহার বেড়ি
কার কলেজে মায়না বাকি
কোন হাঁড়িটায় ফুটলনা ভাত
পুজোয় কোথায় ঘুরতে হবেই
সব ঠিকানায় একটা ঘাড় ই।
মেলার মাঠে হারিয়ে গেছি
কেউ আছে কি অপেক্ষাতে
কাজলকালো চোখ দুটি যার
ভ্রু-যুগলে ময়না নাচে
পেছনপানে তাকিয়ে সেকি
'পা' এঁকে যায় আমার 'পা' তে ?
আমার তখন সাধ্য কোথায়
তোমার বুকে জ্বালাই পিদিম
সলতে পোড়ে টিমটিমিয়ে
জল বাড়লেই তোড় সামলাই
জল রেখে যায় জলের রেখা
টাঁড় মাটিতেই ফোঁটাই ছাতিম ।
বুদ্ধি করেই হারিয়ে গেলাম
জলকাদা-ময় মেলার মাঠে
অনামী কবি কবিতাটি তার
যত্নে পড়ে নজর টেনে
পাতার বাঁশী খোকার হাতে
ফটাস্ ঢাউস বেলুন ফাটে ।
অভাব যেদিন ঘর পোড়াল
সেদিন থেকেই ফন্দী আঁটি
মেলার মাঠে হারিয়ে যাবো
সামলে থাকা সামলানো দায়
বুকপকেটে রক্ষাকবচ গীতাঞ্জলী
হাত ধরেছি হেঁতাল লাঠি ।