আপেল চেখেছো নিজে আদমের বারণ শোননি
এবার শিকারে এলে শরসন্ধানে
তীব্র মারণ তীর বিদ্ধ করার বেশি কিছু করতে পারে
রস-কষ-সিঙারায়, বুলবুলি বেপরোয়া জানে।
মশকরা বলতেই মনে পড়ে গেলো
তুমি তো লুকিয়েছিলে শ্রুতিসীমা থেকে
বেহায়ার মতো সাহস ছিল আয়না দেখার
দুঃখ- প্রমাদী জড়িয়ে নিলো সে বেলা নিজেকে।
মাঠময় খেলা পা থেকে সরে গেলে
বাজারি গুণে বেগুনেরও গাঢ় আস্বাদ
কাঠবাদামের খোসা সবদিন কুৎসিত ভারি
নরম আঙুল ঘ্রাণে সেও বেপরোয়া ওস্তাদ।
আপেল চেখেছো, আদমের শোননি বারণ
তাইতেই হাত খুলে মাথা খুঁজে হাঁটে
ঠোঁট ছুঁয়ে থাকা লাল গড়িয়ে পুকুরে
কিসমিস দানা নীল আকাশ চাটে।
টিকে থাক আপেলের দিন
ফিকে হোক বেগুনের রঙ
চিকচিকে কিসমিস দানা বাদামের খোসাতে বরং!