দোহাই
✍️
Aditi Chakraborty


না বলা কথারা ঘর বেঁধেছে এক মুঠোফোন দূরত্বে
ফুড়ুৎ ফুড়ুৎ উড়ছে চড়ুই বহর মাপা গুরুত্বে
দাঁড়ি,কমা,সেমিকোলন এক মিছিলে হাঁটছেনা
আজকে সব শেষের কথাও সাদা পাতায় আঁটছেনা
তোমার চোখের তারা'য় কিগো এক দীঘিজল উপচাবে?
আমার কথা ভাববে যখন পা দুলিয়ে কিংখাবে
খানিক বাদে তর্জনীটায় পথ চেনাবে অন্যঘর
অন্য কোনো কবির খাতায়  উর্দ্ধকমায় তারস্বর
এমন করেই জীবন চলে তাল বদলের আঙ্গিকে
একটুকু পথ হাত ধরলেই, ষোলোআনা,পাঁচসিকে
এই বলছো দিব্যি আছো, এই দেখছি জিভ শুকায়
আমিও জানি ঘরোয়াসুলভ এসব কথা কি লুকায়
তবুও বলি কথার কথা,রাত বারোটা বাজতে দিই
আচ্ছা বলো জীবন শুধুই গরম ভাতে গলবে ঘি?
এরপরেও থাকে কিন্তু,যদি,বরং, সুতরাং এর ঘর
সেখান থেকেও আসতে পারে কালাহারি মরুর ঝড়
ও কবিরাজ দোহাই তোমায় জবাব দিও পারলে আজ
নইলে কিন্তু দিব্যি গিলে ভাঙবো আইফোনের কাঁচ।