আয়রে নদী আমরা এখন ঢেউ গুনে ভোর হই
ঢেউ এর মাথায় চাঁদ টুকরোয় থাক
চলকে ওঠে আফ্রোদিতির সাবান ফেনার দিন
মাদকজলে চন্দ্রকেতুর বাঁক।
আয়রে নদী লোভী জলকণা দানা দানা করি জড়ো
অপচয় করি নাব্যতা, মৃতজল
তুফান মুলুক দুলুক,তুলুক ঝাঁপতালে মৌতাত
শরীর জুড়াক ভাটার ছলাৎছল।
আয়রে নদী গুমখুন হওয়া রাত্রি অন্তর্বাসে
না অথবা হ্যাঁ দিয়ে লিখি ঘাট
মন পেতে বসি একে একে খসি কপাল, চিবুক, তিল
জলঘোলা নদী ভাসাবি রাজ্যপাট?
আয়রে নদী তোকেই দিলাম প্রেমের আট প্রহর
অরণি ও ধ্বনি নাবাল ভূমির বুকে
জলবাঁশী বাজি বেশরম সাজি সাধ্যমত মীড়ে
দুষ্টু রাহু আত্মঘাতী হোক অসুখে।