শীতকাল জুড়ে জমে থাকা মদ শেষ হলে
টেরপাই রমণীয় মায়ানীল আলাপন
পায়ের নরম গোছে জন্ম মুছে যায় দেবদূত
রোদ্দুর সরে সরে থুতনি বিন্দুতে সিন্ধুর আত্মহনন।
স্মৃতি ও শ্রাবণ এঁকেছে চুম্বনে প্রত্নকৌতুক
আতরে ইতরে বেজেছে ষোড়শী হরিণী
সময় সিঁড়ির রকমফেরে ধ্বস্ত উপত্যকা
দীঘি তে আকাল এসে মৃত তৃণভূমি।
পলাশের লাল মাঠময় সহ্য যখন,বলেছিলে-
আমাদের অশ্লীলতার অভিসার
বীর্যের জোৎস্নায় বেতসলতার মতো,
চক্ষুর বিভাজিকা বেজন্মা বাহারী ফুলের বাহার!
শীতের বাড়ন্তরাতে রাস্তাকাটা বেড়ালের পাতে
উনি,তিনি,উহারা,তাহারা নিষেধ কেটে বেঁটে চেটেপুটে খায়
মখমলি খাট পাতা,ওহে উদোম কাপুরুষ
গুণাগুণ তালিকা ছিঁড়ে পালালি কোথায়?