জলতল ছিন্ন করে ব্রাহ্মণী হাঁস
উড়ে গেল রেশম ডানায়
পরিত্যাগী জলবিম্ব যত
বৈরাগ্যের বিস্ফোরক ক্ষত
রয়ে গেল মেঘে মেঘে মায়া রোদ মেখে
মরশুমি বৃষ্টি সম্ভাবনায় ।
গুমখুন করে যাওয়া জীবনের ডাকে
লোভী সময়ের মিঠে ক্ষণ
ওৎ পেতে বসে
অনীহায় পোষে
নীল ছায়া নীল ছবি উদোম হামায়
বিপণির আলো সুশোভন ।
নিমেষেই হয়ে যাই পাখি বিশারদ
ভুলেযাই জলের শরম
আলোর আকাশ দেখি
বালুতটে পড়ে এ কী
সিকি জোৎস্নায় গোঁজা মৃত ঝিনুকেরা
বাঁকফেরা নদীখাতে মদেশিয়া নরম ।