মায়াকবিতার দিন বদলেছে অন্ধপাথর চোখে
আজকে নাহয় হঠাৎ করেই কবিতায় লিখি তোকে
পিঞ্জরে ধরা দিবি কিনা বল্ রায়বাহাদুর চাঁদ
ধবধবে সাদা চাদরে, ধুতিতে আহামরি ও নিষাদ
ছবিঘর ওগো শোন হে আজকে কখন যে কি হয়
হৃদয়ে ভাঙছে সম্বোধনের একরত্তি প্রশ্রয়
আলগোছে ছায়া আটকে আছে ছন্নছাড়ার ওপর
নকশিকাঁথার শব্দ জমেছে সুখের এফোঁড় -ওফোঁড়
ক্রমিক গতিতে নাম ভূমিকায় অচেনা এক অধ্যায়
গুমড়ে গুমড়ে শব্দ না করে এক কলা করে খায়
আবদারে ছুঁই আত্মঘাতের রাজকীয় সামুহিক
শূণ্যতা ঘিরে প্রাপ্তির ঘরে চাঁদবুকে তামসিক
ক্ষরণ চুঁইয়ে মরণ ডেকেছি আয়রে গ্রহণ চিত্র
মিথুন রাশিতে কবোষ্ণ পাই কল্পলোকের মিত্র
খরার দু'পাড় ভিজিয়ে নিতেই ভোলপাল্টাস গুণিন
তথাগত আরো একটিবারের ও তিথির জন্মদিন।