ভূতেদের ছায়া নেই,মায়া নেই,  কায়া নেই
ফ্ল্যাটবাড়ি, মল নেই,জিম নেই, ফ্লিম নেই
নেই বয়সের মাপ কিন্তু যা আছে তা
লম্বা লম্বা ঠাং, উল্টো পায়ের পাতা।
তেনাদের দিন নেই,পায়ে রিনঠিন নেই
ভোরে উঠে পড়া নেই, ব্যাণ্ড মিউজিক নেই
কিন্তু যা জানা নেই ছেলেপুলে আছে কিনা
কেমন করে বাঁচে প্রেম,বিয়ে-সাদি বিনা?
যদি কেউ মাছ কিনে সোজা যাও দক্ষিণে
বিড়বিড়ে রামনাম জপে নিও করগুণে
কিন্তু যদিনা মানো নির্ঘাত হবে জেনো
মটকে মরবে ঘাড়,অনথ্য নাই কোনো।
ট্যারা ব্যাঁকা হাত-পা এতো বড়ো নোলা
ইয়া বড়ো দাঁত আর কান ঝোলা ঝোলা
কিন্তু চোখের দেখা  সত্যি নয়তো!
ভূত বলে কিছু নেই----
মানুষেরই সিকিভাগ ভূতেদের মতো।