আগুনগাছে ফুলকি এলে
চিতার কথাই মাথায় আসে
চোখ বুজলে মিটিং, মিছিল
সব ছাপিয়ে সোহাগ ভাসে
এক মুঠোফোন দূরত্বটাও
অঙ্ক কষে সান্ত্বনায়
দিনের শেষে ঘুমের দেশে
যাবার আগে ক্ষান্ত হয়।
কাজের কি আর শেষ আছে গো?
তোমায় দেবো সখ্য ?
ভাঁজ খুলে চোখ ভাসিয়ে ফেলি
চোখের সাদা বক্ষ
হাঁপ ধরলে বিসর্গটায়
নজরকাড়ে অনুস্বার
সবাইকি আর সবটা জানে
ভবের ঘাড়ে ভাবের ঝাড়।