আগুনে কমলারঙে হলুদের ছোপ
এলো বুঝি হিমেল হেমন্ত
অনেক বলে ধানী গন্ধের আবাহনে
'নবান্ন' নামে শেষপর্যন্ত।
জমে শিশিরের রেখা মৌ মৌ ঘাসে
সুরমার পদধ্বনি টুপ
রোজ রোজ জোচ্চুরি চোখের চাওয়া
এইবেলা পাতি ফেলে চুপ।
বাইরে জোনাকি রাত,ঝিঁঝিঁর জলসা
জেলেডিঙি ভাটিয়ালি গান
সত্যির কথা বলে ঝটতি পটতি খায়
ঢেঁকিটা-র উঠবোস স্নান।
ঠোঁট ফাটে,কেঁপে ওঠে পাঁজরের হাড়
দেওয়ালে খসেছে নোনা ইঁট
চাঁদ ভেঙে গুঁড়ো গুঁড়ো তারা হয়ে ঝরে
রাতখোলে কোমরের গিঁঠ।
আগুনে কমলারঙে হলুদের ছোপ
ফুলমণি কাঁপে দুরুদুরু
মগজের সিন্দুকে নিন্দুকে লিখে দিলো
দশমাস দশদিন শুরু।