বৃষ্টি নামল কোথায় তুমি পলাশমাস
হাঁটুজলে দুই বিনুনী মাথায় ফুল
একলা ছাতায় ছলাৎছলাৎ অতঃপর
ঠোঁট কাঁপিয়ে নামিয়ে ছিলে ফ্রকের ঝুল?


জো-হুজুর বলে শীত ছেড়েছি বাতাসকে
কতকটা ঠিক উলঙ্গ হই ওই চোখের
চোখের বাঁধন খুলেই খেলা কানামাছি
তার মানে নয় মিটলো খেলা ঝঞ্ঝাটের।


এরপরে যা পারতো হতে হয়নি তা
চড়াই প্রেমের চখুই রঙের বিকেলটা
লুঠ করলো চাবুক চাবুক ফর্সা পা
বর্ষা এসে ছিনিয়ে নিলো চৈত্র গা।


বৃষ্টি মাখছি শুনছো তুমি পলাশমাস
মুখ ফিরিয়ে ডোকরার দুল ফুচকা খায়
জল ভাঙছি জল মুছছি চশমা কাঁচ
চাকার মতো দুই বিনুনী গড়িয়ে যায়।