তোকে যেভাবেই দেখি সোনামন
পাপ করে ফেলি ঠোঁটের নরম রঙে
বারণ পা'এর তাল শুধু বেড়ে চলে
চেনার চোখটা অচেনার চেনা ঢঙে।
তুই ছুঁড়ে দিলে মুঠো ভরা রোদ্দুর
আমার গোপনে শীতল শীতল ছায়া
কখনও কেন এমন হয়না মন
কেউ কারো না হতেই সবটা পাওয়া?
এতখানি নত মুকুলের ভারে শাখা
তোর খোলা পিঠে পাড়ি দিয়ে মধুফুল
সাদা উইন্ড স্ক্রিনে তখন ফোঁটায় ফোঁটায়
বৃষ্টি ঝরছে, পেরিয়ে উড়াল পুল।
তোকে যেভাবেই দেখি সোনামন
গল্পটা ঘিরে একা আমি রয়ে যায়
পথের পাথেয় অচিনপুরের মাঠ
একবার আয় পাপ করি দুজনায়।