আঙুল কেটে চিঠি লেখার
সেদিন ফুরিয়েছে
লাল লাল চোখ জমিয়েছে
রক্তকণার ভিড়
বুকের কাছে একটু আসার
শাসন প্রবলতর
একজোড়া ঠোঁট বলতে বুঝি
শীতে ফাটা চৌচির
শার্টের বোতাম না লাগাবার
ভুলধরা লোক নাই
সব কান্নার নাম থাকেনা
টহলরত বর্ষাবনে
দাসের মতো দুঃখ নিয়ে
আটকে মরা মাছি
প্রাণের কাছে জলাভূমি,
সহজজলের নদী জানে।