সেরেংগেটির নাম শুনেছিস্? দেখিসনিতো চোখে
দেখলে পরে মানুষজনে ঠিক চিনতোই তোকে।
সেরেংগেটির বাঘের হালুম আত্মারামের হিম
মনে মনে যেমন ভাবিস নিজেই "ছোটা ভীম"
বরং তুই যেতেই পারিস চাঁদমামাদের বাড়ি
সেইখানে সব তুলোর মতোন দামড়া এবং ধাড়ি
একছিপি জল গলায় ঢেলে ক্যাপসুলে খায় আচার
পরক্ষণেই আছাড় খেয়ে চেষ্টা চলে বাঁচার।
কি ভাবছিস ভালোই আছিস মাঠময় জলকাদায়
বাতাবিলেবুর বলের মজা সেরেংগেটি ধাঁধায়
লাফ মারতেই গোলপোস্টে চাঁদমামাদের দেশ
আচার মানেই টাকরাতে জিভ আখড়ায় সব শেষ
ভুলু বলে ডাকটি দিলেই নেড়ির আটেক মুখ
চিলি থাকুক সসে,কেনটাকিতে চিকেন সুখ।