অনাগত দিনগুলি সব শাদা ভাবার আগে
এসো অবসরে বসা যাক
এক'দুটো পদ্ধতি তুলে আনি ধারণার চৌখুপি বৃত্তে।
স্বভাবের পর্যটনভূমি চষে ফেলি,
ঘোরাফেরার সন্তর্পণে ছুঁয়ে ফেলি ঘটনাচক্র
এভাবেও ভাবা যেতে পারে তো রঙীন ঋতুর দিন
শাদা শাদা ফুলগুলি রোদের প্রত্যয় নিয়ে
স্পষ্টতায় চেনা উৎসব জুড়ে মোহিনীআট্টম
দৃষ্টির কৌতুক চেনা পাড়া পার হয়ে গেলে
গভীরে ঝুলে থাকা স্বকৌশল আরো মনোযোগী
শাদাস্নাত হতে হতে লাভার্স পয়েণ্ট ছুঁয়ে
মুক্ত বাতাসের দোলায়---
তারপর, নিঃশ্বাসে দেওয়াল এসে থামে
বৃষ্টি নেমে যায়।