কোনোমতেই তোকে দেখতে চাইনে আর
জানিস, একটা বোবা থাকে সবার,
মুখচোরা আর উপরলোভী
বধির মিছিলে সুখ বুনে চলা নক্সীকাঁথার ।
বিকেলে সেদিন, জ্বর ঠোঁটে ন্যাড়া ছাদে বেসামাল
এলোচুলে একঢাল মহাকাল
একমনে আঁকছিলি ছেঁড়ামেঘ
হাতের তালুতে না ছিল প্রেম না স্পর্শ আবেগ
হঠাৎ ঝড়ের মুখ খুলে জমে সম্ভাবনা
লগ্ন হতে চেয়েও তোর কৃষ্ণভ্রমর অতিধ্বংসে মেতেছিল
সেরেছিল তাবৎ আলোচনা ।
সেদিন বুঝিয়েদিলি কি তোর অষ্টপ্রহর
কাশির প্রকোপ, জন্মসত্য, ক্ষীণ পরমায়ু ,
শিরা-ধমণীতে কান্না জমান নিরিবিলি স্নানঘর
রমণীয় উপপাদ্য লিখেদিলি চারু,
শ্রী -ডুবুরি নেমে এল চোখের পাতায়
সবুজের কাছে চিরবাসী হতে
নুড়ির হোঁচট নিয়ে ব্যাঙের ছাতায় !
কথার ভ্রমরজন্ম ততটাই গোপনীয় জেনে
খরার দহন শেষে শ্বাস নেয় মাটি
আরো কিছু সবুজ ও স্বার্থপর কথাটি -
খোলসের দেয়ালে রাগ পোষে প্রতিদিন
তোকেও ঘায়েল করে মুখপুড়ি আমাকেও যথাসাধ্য ক্ষীণ
ইতিহাস হয়ে থাকে আমাদের জলীয় বাতাসে
এই জলতল ঢেকে রাখা আকাশের নীচে
আমি ডাকি বর্ণময় ফুল
জেগে থাকি ক্লোরোফিলে ,সালোকসংষ্লেষে ।