ফাতনা নাচানো ভঙ্গীতে
ধূপ-ছায়া কাঁপে তিরতির
নির্ভার সাদা কালো পরীটির
দু'কুচি বৃষ্টি শরীর
বাদামী পাতার ছোপছাপ রোদ
চেটে ছিল বিলকুল
টুপুর-টাপুর ফোঁটায় ফোঁটারা
ঘাড় টপকে চুল
মেলানিন সব গলে গেছে
নেশার গেলাস চুমুকে
শ্যাওলা ঘোলাটে চাঁদমুখ টানে
আঁচলটি ডান বুকে
অকারণ ভুলচিহ্নে ভরা
জাবদা গণিত খাতা
আড়মোড়া ভাঙা ডাঁশা চোখে
পৃথিবীর আদিকথা
মন্দির তার নিয়মের ভেকে
ঘরে হেঁটে চলে যায়
দুপুর রাতে ভোর ভরে
কার মন টান চায় ?
ভুকম্পনে উল্কিক্ষতরা
শুভ্রতা পায় কারোর্
অন্যঘরে খেউর চলছে
মর্ মর্ মর্ ।