আমি তখন পুড়ছি প্রবল জ্বরে
আমন্ত্রণে নিষিদ্ধ দুই ঠোঁট
গরম বুকে হলকা জাদুকরী
আলপটকা ইচ্ছেরা একজোট ।
তুমি ছিলে মগ্ন আলাদীন
প্রবল খরায় বন্যা পেতে চাও
সম্মোহিত শরীর মেলে ধরি
পাহাড়, গিরি, কন্দরে জুড়াও ।
আমার সেদিন মরশুমী রাতদিন
এলাচ ফুলে ভালবাসার ঘর
পায়ের ছাপে মেলাই পায়ের পাতা
মায়াদর্পনে বিম্বিত সুন্দর ।
রুদ্ধশ্বাসে বেশ ক'বছর যায়
ফোড়ন ডালে হ্যাঁচ্চো হলো পাড়া
চারটি বালিশ এক বিছানায় কাশে
দাবীর উঠোন চটায় পলেস্তারা ।
মুচকি হাসি মুখ মুচড়ে যায়
ফলাফলে তুমি ও প্রবাসী
লগি ঠেলি হাতের যা নাগাল
আলতো টোকায় এশট্রে ঝাড়ি বাসি ।
শব্দে বুঝি নৈশব্দের রাত
তুরপুন ছোঁড়ে হাড়-মাসের ভূত
বাদাম দেহে পোড়া চোখের ঘূণে
ক্যালিগ্রাফি চর্চিত অচ্ছুত ।
শ্মশান শান্তি নিয়ে আজকের বেশ
অপেক্ষাতো শুধু উচ্ছেদ নোটিস
বৃষ্টি ফোঁটায় ধিনতা নাচে সুখ
বৃষ্টি ভেজে মৃত্যুকালীন শিস ।