ভোরের দিকে উত্তরের জানলাটা ভেজানোই থাকে।
ঝাঁপিয়ে পড়ি কুমড়ো ফুলের সমারোহে।
দক্ষিণের টুকরো জলায়
ফুলে ফুলে তাতানো খসড়া...
বোঁটার গল্প যতো,
জমা রেখে পিরিতের কালিতে
পিঁপড়ের গোল্লায় রিলিজ করি মৃতদের
ফুল্লকুসুমিত ...
কাঁচা রঙ নিয়ে আমার তুমি হয়ে
শিঙা বাজাতে বাজাতে
সংকেত দিতে থাকে
চলাফেরার শাকান্নের ভাগে।
এসো শীত,শ্বদন্তের ধার বাড়াই
ইচ্ছের কলকাকলিতে...