তোমার পিঠের লাল ক্ষতটা ব্যস্ত ছিলো
ব্যস্তদিনের কান্নার দাগ শুকিয়ে নিতে
চিবুক তিলের আয়নাতে তার ইচ্ছাপূরণ
ভালোবাসার জানলাগুলি চু-কিতকিতে।
এক বিকেলে উড়িয়েছিলেম নরম পালক
পাথর দেশের পথভুলানো পশমবাজার
কুয়াশা ঘেরা ঘুম ঘুম রাত দীর্ঘ ভীষণ
উলটে দিয়ে আঁধার টেবিল, জানলার ধার।
মিথ্যে তো নয় আশার আলোর ইষ্টিকুটুম
সপাং চাবুক,কালসিটে আর নখের আঁচড়
চোখের শাসন নাবিক সুলভ উপাখ্যানের
দেওয়াল সেজে দাঁড়িয়ে ছিলো সেদিনের পর
লাল ক্ষতটা ব্যস্ত ছিলো তোমার পিঠে
লাল ক্ষতটা লাল কতটা কবির খাতায়?
মাথার ভেতর পোকায় কাটে প্রশ্নের ঘর
ধারবাকীর মেটামরফোসিস পংক্তিমালায়।