জিভ ডাকছে তোমার নাম
বুক পলাশীর মাঠ
বিঁধছে কাঁটার ফণিমনসা
অসুখীর তল্লাট
শুরুর ক'দিন টগবগিয়ে
ছুটতো রক্তকোষ
মুঠোয় মাত্র জানান পেলাম
সবটা আমার দোষ।
পা দু'টোকে সামলে রাখি
সস্তা করি চোখ
ইচ্ছে করেই সর্ষে ফুলের
নাম রাখি অশোক
রোমকূপেরা হত্যে দিয়ে
নুনঘামে বয়কট
চোখের ধূ ধূ এক এক পা'য়ে
খুলছে কঠিন জট
সব বারান্দা জাফরি গুলোয়
ফুলবড়ি রোদসাজ
আশকারাতে যে ঘুম থাকে
চোখের পাতায় আজ।