হাত ধুয়ে এলি আলো?
তুই আজ কী ভীষণ অন্যরকম!
কি যে ভালোলাগে তোকে -
বচ্ছরকার ঠিক এই দিন
ঝুলকালি মাজাঘষা মুখখানি মায়াবী রঙিন।
তোকেই চেয়েছি আলো
সুখের কথাই কেবল লিখিস ক্যালেণ্ডার
মুঠোর ধুলো, কাজললতার কালি
বাতিল সময়টুকুর ফেলে আসা সাল-ই
কেটেকুটে মুছে দিস্ আলোর আঁধার।
যেসব শাড়ি, জামারা হা-মুখো থাকে
সেই সব পথঘাট দিনেও রাতের চাদর মুড়ি
খেইহারা হলুদ পাতারা ফরফর কানাগলি বাঁকে
ভালোবাসা দিস্ আলো
তাদের সকলেই আমারই মায়ের ইচ্ছেসোনা
মুখপুড়ি এলি যদি,দশদিকে ছড়াতে পারিসনা ?