খেলছে টুকু বারান্দা নির্জনে
হাফ-গেরস্হ, কলোনির মেয়ে জন্মদিনের দিনে ।
বাড়ির গড়ন ছন্নছাড়া,ঠিক নষ্ট দাঁতের মাড়ি
বাসন মাজার আঁশ গন্ধে খুপরির দপ্তরি ।
পারহীন ঘরে অপার বৃষ্টি ভেজে আঁধারের ঝালর
প্রতিটি ডালের লজ্জাকুঁড়িতে মাংস রান্নাঘর ।
তক্তাপোষে মায়ের বিছানা, টুকু নীচে মাদুরে
বাবুর চাদর আদর বিলায় ঘণ্টা কাঁটার সুরে
মা'র মুখ ভরা টিবির রক্ত, রক্তে টুকুর যোনি
বাবুর খেলনা পাল্টে বেড়ায় মঙ্গল ইস্তক শনি ।
টুকুরা চোদ্দ এভাবে ফুরোয় জুড়িয়ে বাবুর শরীর
জীবন এপাশে কানামাছি খেলে, ওপাশ অন্ধ দেবীর ।
টুকুরা খেলছে সমাজের এঁদোগলি
টুকুরা মেলছে লম্বা ডানার শেকড়
আমাদের মেয়ে কক্ষোনো টুকু নয়
জন্মদিনে সব টুকু পুড়ে মর
জন্মদিনের সব টুকু পুড়ে মর ।