আনমনা রোদ গাছের পাতায়
মেঘ বিকেলের নির্জনতায়
এলিয়ে দিলি বুকের ক্ষত
নিছক অভিমানের মত ॥
আমার একলা মনের ঘরে
কাঁদছিলি তুই আড়ম্বরে
আলুক শালুক সে ইচ্ছাঘর
আনমনা রোদ পাতার ওপর ॥
ভাবনা ভুলে শীতপাখি টা
একটু দিল রঙের ছিটা
মাঝবয়সী পলাশ ডালে
কার নামে সে আবীর ঢালে ??
কাল বিকেলে কি আর হবে
এক কবি ফের শীত কুড়াবে
আনমনা রোদ গা -জোয়ারি
দে না অন্য গাছে পাড়ি