সব বাড়িতেই দু'একখানি
দুষ্টু জানলা এদিক সেদিক
নির্বিবাদে বাতাস ঢুকে
উড়োপাতার ছই-ছত্তির
ভালোবেসে সেই জানলার
গরাদ কিম্বা কোণের মায়ায়
কেউ কখনো আড়াল ডেকে
বারণ হাওয়ায় মনকে দোলায়
দুষ্টু জানলা মেঘলা ভীষণ,
মনের রোদে কপাট খোলে
সব ঋতুতে এক্কা পা'য়ে
দোক্কা খেলে জ্বর কপালে
দোহাই তোমায় জানলাটাকে
আগের মতোই থাকতে দিও
চিহ্ন আমার নিকেশ হলে
খিলের ঘরে চোখ রাঙিও।