১>
একতারা গান গায়, পিঠ পেতে শুয়েছে ফাগুন
আদুর রোদে পুড়ে
সমস্ত সুখ জুড়ে
বৃষ্টি দু 'এক ফোঁটা
পাকাতে ফলের বোঁটা
পলাশের শাখা ছুঁয়ে দাউদাউ জ্বলেছে আগুন ।
২ >
আসি বলে চলে গেল বিকেলের আলো
জেনেছো কি কোনোকালে
ফিরে যেতে পেছনে তাকালে
সবটা দেখা যায় নাকি !
রাতজাগা কতক জোনাকি
জানালার চৌখুপি বেসে যায় ভালো ।
৩ >
হারিয়ে গিয়েছো কবে সাধের জোনাকি
শূন্যচোখ যায় যতদূর
পলাশসময় মাখা রোদ্দুর
ঘোররেখে যায় এ হৃদয়ে
বাণভাসি জয় পরাজয়ে
পারো যদি মনে রেখো বিষাদগণিতে থাকি।
৪ >
এসো আজ মিলেমিশে থাকি এবাড়ি ওবাড়ি
পাঁচিল টপকে ওবাড়ির গাছে
কুমড়ো লতাটা গহনা রাখছে
এবাড়ির রাঙা গোলাপ বাগান
ওবাড়িতে রেখে ভুলে পিছুটান
এইতো সেদিন ডাক পাঠালো,'আসতে পারি ?'
৫ >
হাতেগোনা সাধ্য পরম্পরা রক্ষাকবচ
গল্পবুনোটে মিথ্যে ঢাকা চুপ
হল্লা ঝোলানো প্রগতির প্রতিরূপ
বৃষ্টি তো নেই মেঘের ওজোর
মঙ্গল, শনির দাপুটে নজর
ছাদ ছাইতে বছর বাইশ এমনকি আর খরচ ।
৬ >
আর কোনো ব্যথা নেই মনে
মুঠোফোন নিঃশ্চুপ
সন্ধ্যা নামলে ঝুপ
এলোমেলো উড়োচুলে
উদাসীন আঙুলে
তোমাকে ডেকেছি কবে আসেনা স্মরণে ।
৭ >
তুই হারাস বারবার আগামী দীর্ঘায়িত পেতে
ডাকছিতো আয় বলে
দুঃখী ও দুঃখ ভোলে
অলীক যাপন আঁচে
ছায়াতে রক্ত গড়াচ্ছে
ভাবায়না বিষজ্বালা যা ছিল অতীতে ।