বলছিনাতো ভালোবাসি
বলার কোনো সুযোগ যদি থাকতো হাতে
ভোররাত্তির অপেক্ষাতে
একটি দুটি ঢেউ এর ঝুঁটি বিঁধতো দাঁতে।
চাইনিতো তা।
ইচ্ছে হতো এতালবেতাল
ইচ্ছেঘরের তালার চাবি ঢিল মেরেছি
মাপের ঘরে দান চেলেছি
মন্ত্রী, রাজা যুদ্ধ হতো ঠিক জেনেছি।
সাবেক কথা।
জ্বর আসেনি আতান্তরে!
জ্বরের ঠোঁটে ঝিনুকবাটি বেজায় পাপী
চাঁদ সরাবি তারার শাপ-ই
ময়লা ধুলো লম্বা চুলও মরিচঝাঁপি।
রোজনামচা।