বড়ো বেবাক লাইগছ্যে গ' শাক দিয়ে মাছ ঢেইক্যে
ত' কি আর করি বল
ধম্মাবতার সুখ দেয়নি পথম দিনটি থেইক্যে ।
জমি-জিরেত কিছুই ত লাই সব লিছে ঐ মোড়ল
ভোট আইসলেই শ্রী সত্যানন্দ
ভোট ফুরালেই ভেলকি দেখাই পালটে লিছে ভোল ।
বড়ো বেবাক লাইগছ্যে গ' শাক দিয়ে মাছ ঢেইক্যে ।
দু'মুঠ খাইতে পাবার আশায়
রাইত থাইকতে গতর খাটাই
হাওর জলের ডিঙায়।
প্যাট বাইন্ধ্যে গামছায়
হামরা শালা শুঁকাইয়ে মরি
মহাজন ছড়ি ঘুরায় ।
বড়ো বেবাক লাইগছ্যে গ' শাক দিয়ে মাছ ঢেইক্যে
জুলুম চালাই লুইটে লিল সাধ সকলই
বাবুর বাগান হরেক গোলাপ
হামাদের পোঁদের কাপড় তানি।ত' কি হবেক আর ?
জলে ভিজি, জাড়ে কাঁপি , আধপেটে করি দিনকাবাড়।
বড়ো বেবাক লাইগছ্যে গ' শাক দিয়ে মাছ ঢেইক্যে ।
বলি কাজের কথাট' শুন
এক মাঘে ত' জাড় কাটেনা
হামরা ইবার বাবু হব
কানমলা কলগুলানে জল আইসবেক গলগলাইয়ে
মুড়ি খাব আঁচল ভইরে পালটে দিবক দিনও।
লাল চইখ আর ডরাবে কত
উ কথাগুল্যা আর হামদের মনে লিছ্যে লাই, ভাতের কিরা
হিম্মত কইরে জাল ছুইরে বাবু তুইলব
কান্নাঘামের নাফা হবেক
বইল্যে দিছ্যে হাড়জিরজিরা
বড় বেবাক আর হবনা শাক দিয়ে মাছ ঢেইক্যে ...
আঁয়ে বাঁয়ে মারার ধান্দা ঘুচাঁই দিবেক এই বান্দা
জিওল মানুষ গদি পাবেই
সইত্যরা সত্য হবেক
সেই পিতিজ্ঞা আজ থেইক্যে ।