হঁ আইজ্ঞা ইলিশ , তু নাকি মহাজন ?
শরত রোদের পারা গতরট ...
কাদা জলে চকচকাই হাঁসুলির মতন
ভাইবে ভাইবে জীবন গেল
তু কি সাধের আলাদিন ?
কাঁচা আনাজ জুইটথ ওই টাকায় হপ্তার সাত সাতটি দিন।
তাথেই তো পিমিন্ট বাবুদের লজর 'ট পইড়ল
হামার পঁচানি কপালে বুঝিনা কে কার ত্যালে কাবু
তুর গতর লিয়ে হুড়হুড়াই ফুর্ত্তি
পিতি বর্ষায় হাজিরাবাবুর ঘর থিকে ঠিকাদার বাবু।
তুর স্বপন দেইখে বছর পিঁরাইয়ে বছর কাটে।
কপালের নাম গপাল গ খুঁড়া।
বিটিছিল্যার মাছের সুয়াদ ডিংলা ফুলের বেসন ভাজা গুঁড়া।
তুকে লিহে স্বপনগুলান করব্যই হামি সাচ।
ইবার তুর ঐ কমর ধরে,ঘরকে ঘুরে, ভাত ফুঁটায়্যে
চইলবে দমে বাহামনির লাচ।
তুই ভদ্দর লোকের আমি ছ'ট জাত।
আ-কাঁড়া চাল লাগে যেমন জেলের ভাত।
তবে হঁ ইলিশ , তু যদি মহাজন বটিস
হামি হা-ভাতের বেটি তুকে বাণ মাইরলাম
ই বর্ষায় তুই মাইরি আমার পুকুর'ট তে ডুবে মরিস ।