ছায়াদলে কে লিখেছো আলোগাছ নাম?
হাত বাড়ালেই ফুল,ফলে তাকে ছুঁই
একা শুধু সোহাগের কুঁচি ছড়ালাম
অচকিতে আলোগাছ এক থেকে দুই।
চুপিচুপি আসো যাও আমার উঠানে
আঁচলের গান কোলে হাঁফ ছেড়ে বসি
তোমাকে শোনাতে চেয়ে শেখা এতোদিনে
সুর সাধি আলোগাছ, ফোটাফুল খসি।
তোমাকে বারণ দিয়ে বাতাসকে ডাকি
আনমনে ধুয়ে যাই মাটির আরামে
এতোসব ভেবেছি যা সব কিগো ফাঁকি?
আলোগাছে ছায়া খেলা বাড়ে আর কমে।
কোথাও কি কাঁচ ভাঙে আলগা শরীরে
গচ্ছিত মন নিপাট ভেজে অনুত্তরে।।