জ্বর সারলো "জ্বর"
জ্বর সারতেই দরমাবেড়া উড়িয়ে নিলো ঝড়।
পরক্ষনেই নদীর জোয়ার তুমুল বড়ো ঢেউ
কারোর আকাশ জায়গা দিলো,ঠাঁই পেলোনা কেউ।
ভাত চাইছি "ভাত"
বত্রিশটা দাঁতের ক্ষিধে সকাল থেকে রাত।
একটুখানি নুন পেয়েছি, তাই দিয়েছি ঠুসে
জন্মেছিলো দুদিন আগে, চোখ বুজেছে চুষে।
সকাল এলো "সকাল"
ঠোঁট ছুঁয়েছে বুকের বোঁটায় মরদ বেসামাল
দুই হাঁটুতে হাঁটি,শ্যাওলা পিছল ঘাট
জলের তোড়ে যাচ্ছে ভেসে চিতার পোড়া কাঠ।
আগুন আমার "আগুন"
একটু করে পুড়ছি আমি ফুলকি ভরা ফাগুন
শুনেছিলাম ছয়টি ঋতু বছরকালে আসে
আমার কেবল কালবোশেখি শব্দ করে হাসে।
ছাই উড়ছে "ছাই"
একটুখানি নদী নিলো,বাকীর হিসেব চাই
ঠকতে ঠকতে পিঠ ঠেকেছে,দেওয়াল কাঁপে আজ
তোকে ভাসাই জলে শুরু আমার ভাসান নাচ।