Lyrics
I am a lonesome hobo
Without family or friends
Where another man's life might begin
That's exactly where mine ends
I have tried my hand at bribery
Blackmail and deceit
And I've served time for everything
'Cept beggin' on the street
Well, once I was rather prosperous
There was nothing I did lack
I had fourteen-karat gold in my mouth
And silk upon my back
But I did not trust my brother
I carried him to blame
Which led me to my fatal doom
To wander off in shame
Kind ladies and kind gentlemen
Soon I will be gone
But let me just warn you all
Before I do pass on
Stay free from petty jealousies
Live by no man's code
And hold your judgment for yourself
Lest you wind up on this road
Written by Bob Dylan • Copyright ©
*************************************
আমি এক ভবঘুরে বন্ধু স্বজনহীন
যেখানে আমার শেষ,শুরু অন্যের দিন
করেছি যত জালিয়াতি আর প্রতারণা
ভাঁওতাবাজিতে ভরে গেছে বেচাকেনা
যেকোন পথে উপার্জনের পথ হাঁটা থামিনি
কেবলমাত্র ভিক্ষাপাত্র একটিবারও ধরিনি।
একটা সময় আমারও সুদিন ছিলো
অভাব ছিলোনা কোনোভাবে ছিঁটেফোঁটা
সোনার চামচে মুখেতে ছিলো আমার
রেশম জামায় ছড়াতো রূপের ছটা।
ভাই এর ওপর তীব্র অবিশ্বাসে
তাকেও দোষী বানিয়েছি কালে কালে
যা হয়েছে শেষে নিয়তির পরিহাস
লজ্জায় পথ ধরেছি মেঠো বাউলের।
মাননীয় ও মাননীয়া সুধীজন
আমার থাকার সময় হয়েছে শেষ
একটা আর্জি ছিলো যাবার আগে
দূরে ঠেলে দিও ঈর্ষা ও বিদ্বেষ।
লোকের কথায় দিওনা তুমি কান
আপনজনেরে দিও তার সম্মান
নইলে হারাবে তুমিও গো স্বজনেরে
হবে আমারই মতোন একলাটি ভবঘুরে।
বাংলা অনুবাদক-- অদিতি চক্রবর্তী