হাড়ের ভিতর একপশলা প্যাশন
আকাশ জুড়ে হলদে রঙের শাড়ি
তুমুল জ্বরে আদপে সব নুলো
তোর সাথে আর ভাব হলোনা আড়ি।
সন্দেহ হয় নিজের ওপর খুব
চাঁদ ভাঙছে ব্যালকনিতে রঙ
একটু কাঁচি চালিয়ে দেখি ঠোঁটে
অসম্ভবের দানা খুঁটি বরং।
নিরাময়ের পালক খসাই, উড়ি
পাথর কুঁদে সরাই জমা ওম
কারণবারির প্রসন্নতা ডাকে
তোর সাথে আর ভাব হলোনা সোম।
যোগাযোগের সবুজ আলো নেভে
দিস্তে দিস্তে হাত, পা,কাটা ঘুড়ি
মৌণ সাঁকো নগ্ন হয়ে ওঠে
দিব্যি আছি অসুখে মুখপুড়ি।
আজকে হঠাৎ কান্নাভেজা গলা
দখলি নেয় হৃদয় নদীর খাঁড়ি
সাদা চাদর বেয়নেটের বয়ান
তোর সাথে ভাব আরকি হবে? আড়ি।