পূর্ণগ্রহণ
------------
আমায় কেবল মনটা দিলেই চলবে নাতো
শরীরেরও বাড়িঘর চাই
যেখানে আদুল শুয়ে গাইবো খুশিতে
ফল পেড়ে চুষে খাবো খামোখাই।
শরীরের ঘরবাড়ি, শুধুই তোমার
সবকটি সিঁড়ি ভেঙে তোলপাড়--
দরজা কবাট খুলে নিংড়ে নেবো
নিঃশ্বাসে নিঃশ্বাসে তন্দুরি বানাবো।
বলবোনা, তোমার তীরের ফলা
ঘায়েল করেছে ঠিক কতো
ক্ষত ঢেকে গলে যাবো মোমের মতো।
টুপটাপ ঘুলঘুলি,জানলায়,
আটকে আটকে থেকে কি ভীষণ সুখ!
মনে মনে এতোসব হয় নাকি?
মনের তো একটাই মুখ।
সেখানে যে নুনঘাম নাই!
তোমার শরীর গলে মুখের ভিতর
অমৃত সমান স্বাদ পাই।


মন নয় শুধু,শুধু নয় মন
শরীরে শরীর মিশে পূর্ণগ্রহণ
এ আমার ভালোবেসে দাবী
আসলে তো নিবেদন
ফুলমালা, চন্দন, ধূপ,মিষ্টিতে
প্রতি রাতে সেজে ওঠে পাথুরে রেকাবী।


~~ অদিতি চক্রবর্তী