তোমাকে ভাবিনি প্রচণ্ড অসুখে
মুগ্ধ হয়নি চোখের ভাষা
ঘোমটা আড়াল মুখে।
ভুলেই ছিলাম বিধিসম্মত কাঁপন
মধ্যরাতে এসেই চাইলে
তুমুল আলিঙ্গন।
আজকাল খুব ক্লান্ত যাত্রাপথ
ধারাবাহিক অসহ্যদিন
পপলার হক মথ।
তুমি আমায় আরকি দিতে পারো?
ভস্মমাখা জীবন দিলে
জলছাড়া সাঁতারও।
মুঠোয় নরম শিউলিবোঁটার ভোর
থামাতে পারেনা কল্পলতাকে
রোদমেখে ভুঁইফোর।
কি চেনাবে নতুন করে ছদ্মবেশী?
কেমন করে ঝড়বাদলে
রঙিন ছাতাও প্রতিবেশী!
যেমন খুশি যুক্তি সাজাও রাখালরাজা
বাঁশির সুরে আর নাচেনা
রাইকিশোরীর চিকন মাজা।