শহর চলে আপন চাকায়
বাতাস চলে ধীরে
ছলচাতুরীর খবর পাতায়
চোখটি বোলাস কিরে?
নেটমত্ত মানুষ এখন
প্রকাশ্য পরজীবি
টিভির চ্যানেল রেনেসাঁতে
ছায়াই আজের ছবি।
বাতাস এখন নরম,স্বাদু
শোকগাঁথাতে কমা,
ঝড় থামাতে মিথের যাদু
একী পাথরপ্রতিমা!
কোথাও বুঝি জ্বলছে ফাগুন
দপদপানো শিখা
স্বরভঙ্গে কী যেন ধুন
ভাঙছে রে পরিখা।
আমরা সবাই শাঁসের খোঁজে
শাসনে রাখি শ্বাস
বর্ষাবিহীন ভরসা বোঝে
মেঘলা অবকাশ।