তোমার চোখে রোজ ভিজেছি
এখন জমাই রোদ
পায়ের দাবী মেনেই বলি
সরিয়েছি নির্বোধ
সময় সময় সইপিরিতি
খাঁক করে সংসার
সাক্ষী স্মৃতির আস্কারা রা
তীক্ষ্ণ ফলার ধার
ধোঁয়া ওঠে বিকেল রোদে
জল মেপে এই দিন
হলুদ একটা আলোর ভীড়ে
সবুজ রাখে ঋণ।
কলমে ✍️
Aditi Chakraborty